অনিয়মের অভিযোগে এবার রাজধানীর ট্রমা সেন্টার সিলগালা
অনিয়মের অভিযোগে এবার রাজধানীর আরেকটি হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার রাজধানীর শ্যামলীতে অবস্থিত ট্রমা সেন্টার নামের এই হাসপাতালে তালা লাগানো হয়।
হাসপাতালটির প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
জানা গেছে, কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ পাওয়ায় হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, হাসপাতালটির কোনো লাইসেন্স নেই। এ ছাড়া সেখানে যে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহার হচ্ছিল সেটা তদন্তে প্রমাণ হয়েছে।
এর আগে আলোচিত জেকেজি হেলথ সেন্টার এবং রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে নানা অভিযোগের প্রমাণ পাওয়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালেও অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পায় র্যাব। তবে মানবিক কারণে সেটি আপাতত সিলগালা করা হয়নি। সেইসঙ্গে ল্যাবএইড হাসপাতালের নায়ারণগঞ্জ শাখায় অনিয়ম পাওয়ায় করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম স্থগিত করা হয়েছে।